আলিফ হত্যা মামলা: চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট)
| আপডেট: ৫ মে, ২০২৫, ০৩:২২ পিএম | প্রকাশ: ৫ মে, ২০২৫, ১১:৩৮ এএম
আলিফ হত্যা মামলা: চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

বহুল আলোচিত  চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন ওই আদেশ দেন। এতে  শুনানিতে চিন্ময় দাস ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। 

এর আগে গত বছরের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর দিন চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তরুণ আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

এরপর আইনজীবী এবং জামাতসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আলিফ হত্যার বিচারের দাবিতে নানা ধরনের কর্মসূচি পালন করে।  ঘটনার ৪ দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি মামলা করেন। পাশাপাশি আলিফের ভাই ১১৬ জনকে আসামি আরেকটি মামলা দায়ের করে। রোববার আইনজীবী আলিফ হত্যাসহ শহরের কোতোয়ালি থানার চারটি মামলা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ।

উল্লেখ্য, চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপনার জেলার সংবাদ পড়তে