আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের মানুষ এবার পাচ্ছেন টানা ১০ দিনের ছুটি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেন। পরবর্তীতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, ঈদের ছুটি ১০ দিন হলেও নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
এবার ঈদের দীর্ঘ ছুটির ভারসাম্য রক্ষায় ১৭ ও ২৪ মে (শনিবার) সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। কর্মদিবসের ঘাটতি পূরণে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সাধারণত শনিবার সরকারি অফিস বন্ধ থাকে, তবে এবার কর্মঘণ্টা পূরণে এই ব্যতিক্রম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে চলতি বছরের ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত মোট ৯ দিন ছুটি পেয়েছিল দেশবাসী। সেখানে মূল ছুটির বাইরে নির্বাহী আদেশে বাড়তি একদিন ছুটি দেওয়া হয়েছিল।
ঈদুল আজহাকে কেন্দ্র করে এবার ছুটির সংখ্যা আরও বাড়িয়ে ১০ দিনে উন্নীত করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম দীর্ঘ ছুটির একটি হতে যাচ্ছে।
বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ নিয়ে শিগগিরই সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলে সূত্র জানিয়েছে।
দীর্ঘ এই ছুটি দেশের জনজীবন, ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও পর্যটনখাতের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতে সরকারি ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতির গুরুত্বও বাড়বে।