সন্ধ্যায় বসছে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

এফএনএস অনলাইন:
| আপডেট: ১০ মে, ২০২৫, ০৪:২১ পিএম | প্রকাশ: ১০ মে, ২০২৫, ০৩:২০ পিএম
সন্ধ্যায় বসছে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জরুরি বৈঠক ডেকেছে। সম্প্রতি ঘটে চলা পরিস্থিতিতে নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

অন্তর্বর্তী সরকারের একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে আজকের জরুরি বৈঠকে নির্দিষ্ট কোন বিষয়ে আলোচনা হবে তা বিস্তারিত জানা যায় নি।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক ইস্যু উঠে আসতে পারে উপদেষ্টা পরিষদের বৈঠকে।

আপনার জেলার সংবাদ পড়তে