ঝিকরগাছায় গরমে হাঁসফাঁস অবস্থা

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ১১ মে, ২০২৫, ০২:০৬ পিএম
ঝিকরগাছায় গরমে হাঁসফাঁস অবস্থা

সারা দেশের ন্যায় ঝিকরগাছায় প্রচন্ড তাপদাহে মানুষের হাঁশপাশ অবস্থা সৃষ্টি হয়েছে। প্রচন্ড গরমে দুপুরে রাস্তায় লোকজন শূন্য হয়ে পড়েছে। ডায়রিয়া রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ জানান, প্রচন্ড গরমে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না।

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান - মাঠে যেহেতু পাকাধান নাই। সে কারণে কৃষকদের কোন অসুবিধা হচ্ছে না। ঝিকরগাছা তাপমাত্রা ৩৭ ডিগ্রী সেলসিয়াস। ভ্যানচালক এলাহি বক্স জানান - প্রচন্ড গরমে যাত্রী পাওয়া যাচ্ছে না এবং প্রচন্ড গরমে আমাদের খুবই কষ্ট হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে