কলাপাড়ায়,ইসলামী আন্দোলন চাঁদাবাজি প্রতিরোধ করছে

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ১২ মে, ২০২৫, ০২:৪৩ পিএম
কলাপাড়ায়,ইসলামী আন্দোলন চাঁদাবাজি প্রতিরোধ করছে

পটুয়াখালীর কলাপাড়ায় ৫ আগষ্টের পর সব স্পট থেকে চাঁদাবাজদের প্রতিরোধ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ । এতে চাঁদাবাজি অনেকটা কমে গেছে।  কিন্তু একটি চক্র ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের নামে কুৎসা রটাচ্ছে।  দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। সোমবার দুপুর ১২ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন দলের সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার। 

তিঁনি বলেন, টিয়াখালী ব্রিজের কাছে জনৈক ওসমান গনি প্যাদা তার জমির ভিতরে ভারি যান চলাচলের জন্য রাস্তা করে দেয় এবং যান প্রতি কিছু টাকা আদায় করে আসছে পাঁচ বছর ধরে। ওসমান গনি অসুস্থ হওয়ায় তার ভাতিজা ইয়াসিন প্যাদা তার পক্ষে দায়িত্ব পালন করেন। সে ইসলামী আন্দোলন বাংলাদেশ টিয়াখালী শাখার ছাত্র যুব বিষয়ক সম্পাদক হওয়ায় দলকে জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ করে ফেসবুকে মিথ্যা প্রচারণা করে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

মুফতি হাবিবুর রহমান বলেন, দল যখন কলাপাড়ায় অনিয়ম, চাঁদাবাজি ও সালিশ বানিজ্য বন্ধে কাজ করছে তখন একটি চক্র দলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ  কায়েমের চেষ্টা চালাচ্ছে।  তাই তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো বন্ধের দাবি করেন একই সাথে সকল অনিয়ম ও দূর্নীতি বন্ধে তাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান। সংবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া শাখার শীর্ষ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে