সেনবাগে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ১৩ মে, ২০২৫, ০৫:১২ পিএম
সেনবাগে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নে অবৈধ ভাবে ফসলী জমিনের মাটি কাটার অপরাধে মোঃ ফরহাদ হোসেন (৩৫) নামের এক মাটি ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দুপুরে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে কৃষি জমিন থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ফরহাদের এক লাখ টাকা জরিমানা করে। ফরহাদ উপজেলার বিরাহীম গ্রামের ওয়াজি উল্লার ছেলে। 

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগেছে, ছাতারপাইয়া ইউপির বিভিন্ন গ্রামে কৃষি জমিনে টপসয়েল সহ অবৈধ ভাবে জমিন গর্ত করার অভিযোগের প্রক্ষিতে ভ্রাম্যামান আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭(১) ধারা ১৫ লঙ্ঘনে অপরাধে ছাতারপাইযার বিরাহিমপুর গ্রামের ওয়াজি উল্লাহ ছেলে মো: ফরহাদ (৩৫) এক লক্ষ টাকা জরিমানা করা হয়।  এধরণের অভিযান অভ্যহত থাকবে বলেও নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের এক্সিউটিভ ম্যাজিষ্ট্রট মোহাম্মদ জাহিদুল ইসলাম।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে