একাত্তরের পুনরাবৃত্তি দেখেছি জুলাইয়ে: শফিকুল আলম

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৯:৩৭ পিএম
একাত্তরের পুনরাবৃত্তি দেখেছি জুলাইয়ে: শফিকুল আলম

শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বললেন, একাত্তরের পুনরাবৃত্তি দেখেছি জুলাইয়ে। ১৯৭১ সালে যেভাবে হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়েছিল, ঠিক সেই অবস্থা আমরা জুলাইয়ে দেখেছি। প্রধান ছয়জন ছাত্র নেতাকে কীভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তা সবাই দেখেছেন।

তিনি আরও যোগ করে বলেন, শহীদ বুদ্ধিজীবীরা তাদের উত্তরসূরিদের জন্য যেসব লেখা লিখে গিয়েছেন, ২৪ এর আন্দোলনে বাচ্চা ছেলেরাও তার মায়ের কাছে চিঠি লিখেছে যে, তারা যুদ্ধ করতে যাচ্ছে। যারা জুলাই আন্দোলনে ছিলেন, তাদের যে স্বপ্ন, যে চেতনা তা আমরা পুরোপুরি ধারণ করি।

প্রেস সচিব বলেন, আমরা স্বপ্ন দেখছি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি। তারা যে জন্য যুদ্ধ করেছিলেন, যে জন্য দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আমরা শহীদ বুদ্ধিজীবীদের সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই যাচ্ছি। তাদের চেতনা ধারণ করেই এগিয়ে যাচ্ছি।


আপনার জেলার সংবাদ পড়তে