দেশের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের উদ্যোগে “মিট দ্যা ডেভেলপমেন্ট মাষ্টারমাইন্ডস্”শীর্ষক প্রকৌশলীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে (১৩ মে ২০২৫) চাঁদপুর প্রেসক্লাব হল রুমে এ আয়োজন হয়। উক্ত সভায় চাঁদপুর অঞ্চলের সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের শতাধিক প্রকৌশলী অংশগ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলমাস শিমুল।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ডিডি এলজিডি ও চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ এবং প্রকৌশলীদেরক ধন্যবাদ জ্ঞাপন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ডিভিশনাল সেলস্ হেড মো. মাজেদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জিপিএইচ ইস্পাতের চাঁদপুরের এক্সক্লুসিভ ডিলার আলহাজ্ব মো. মোশাররফ হোসাইন,নাঈমা মোশারফ।
অনুষ্ঠানের শুরুতে
কোয়ান্টাম আর্ক ফানের্সঃ
স্টিল মেকিং টেকনোলজি ফর কোয়ালিটি এন্ড সাসটেইনেবিলিটি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং একটি সাসটেইনেবল ও সাশ্রয়ী অবকাঠামো নির্মাণে উচ্চক্ষমতা সম্পন্ন রড ৬০০ গ্রেডের সম্পর্কে অনুষ্ঠানে আগত প্রকৌশলীদের অবহিত করেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের প্রকৌশলী সাইফুল ইসলাম।
তিনি বলেন, “মানসম্পন্ন পণ্য তৈরীর জন্য প্রয়োজন ভাল কাঁচামাল, দক্ষ জনশক্তি ও সর্বাধুনিক টেকনোলজি। এই বিষয়টি গুরুত্ব দিয়ে জিপিএইচ ইস্পাত স্থাপন করেছে ইস্পাত তৈরীর ইতিহাসে সবচেয়ে আধুনিক কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস সমৃদ্ধ ইস্পাত ফ্যাক্টরী”। অনুষ্ঠান উপস্থাপনা করেন জিপিএইচ ইস্পাতের কারিগরি সহায়তা বিভাগের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী পার্থ কর্মকার।
এর আগের দুইদিন পর্যায়ক্রমে ঠিকার ও বাড়ির মালিকদের নিয়ে একই বিষয়ে মতবিনিময় সভা করা হয়।