রামুতে এক যুবলীগ নেতা আটক

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : : | প্রকাশ: ১৪ মে, ২০২৫, ০৪:০১ পিএম
রামুতে এক যুবলীগ নেতা আটক

কক্সবাজারের রামুতে অপারেশন ডেভিল হান্টের আওতায় এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেন। আটক মোয়াজ্জেম মোর্শেদ উপজেলার রশিদ নগর ইউনিয়নের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি ইউনিয়ন যুবলীগের আইন বিষয়ক সম্পাদক। আটক যুবক রশিদ নগর ইউনিয়নের উত্তর কাহাতিয়া পাড়ার ব্যবসায়ী মঞ্জুর মোর্শেদের পুত্র। স্থানীয় সাংবাদিক সোয়েব সাঈদ ও খোরশেদ হেলালী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি ইমন কান্তি চৌধুরী কে এ ব্যাপারে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে