পটুয়াখালীর বাউফলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদের কবরস্থান দখল ও তার পুত্র মো. অলিউল্লাহকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে পরিবারটি। মঙ্গলবার (১৪ মে) বেলা ১২টার দিকে নাজিরপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধার নিজ বাসভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী অলিউল্লাহ। এতে তিনি অভিযোগ করেন, তাদের পৈতৃক কবরস্থান জোরপূর্বক দখলের চেষ্টা চলছে এবং তাকে সম্প্রতি অপহরণ করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার কন্যা লাইজু বেগম, জুলেখা বেগম, মো. শফিউল্লাহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিবারটি দ্রুত প্রশাসনিক সহায়তা ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।