কলাপাড়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভা

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ১৫ মে, ২০২৫, ০৩:০৭ পিএম
কলাপাড়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভা

পটুয়াখালীর কলাপাড়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্ক’র এসভাও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উন্নয়ন সংস্থা আভাস কার্যালয়ে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম ও একশন এইড বাংলাদেশ এ সভার আয়োজন করে।

অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার এস আইন জহিরুল ইসলাম,  ওসিসি কর্মকর্তা ইদ্রিস আলম, ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুল প্রমুখ। 

সভায় কলাপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধে ও ভিকটিমকে আইনীসহ সামাজিক সুরক্ষা দিতে অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুনকে সভাপতি ও আভাস'র কলাপাড়া প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে