হিজরাদের চাঁদাবাজিতে অতিষ্ট মানুষ

আদিপ্ত্ত বিস্তারকে কেন্দ্র করে দু-গ্রুপের সংর্ঘষে আহত ৫

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ১৫ মে, ২০২৫, ০৭:০৩ পিএম
আদিপ্ত্ত বিস্তারকে কেন্দ্র করে দু-গ্রুপের সংর্ঘষে আহত ৫

বরিশালের আগৈলঝাড়ায় তৃতিয় লিংগ হিজরাদের চাঁদাবাজিতে অতিষ্ট মানুষ। এলাকায় আদিপ্ত্ত বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার  দুপুরে  উপজেলার বাকাল   গ্রামে  দু-গ্রুপের মধ্যে সংঘর্ষে হয়। এতে আহত হয়েছে ৫ জন। গুরুতর আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। উভয়পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে,আগৈলঝাড়ায়   তৃতিয়লিংগ হিজরা রীনার একটি গ্রুপ ও হিজরা পায়েলর একটি গ্রুপ। উপজেলারজ ৫টি ইউনিয়নের মধ্যে বাকাল ও রাজিহার ইউনিয়নে রীনা হিজড়ার দখলে । অন্যদিকে বাকাল, বাগধা ও গৈলা ইউনিয়নে হিজড়ার দখলে। এরা উপজেলার কোথাও নবজাতকের জন্ম ,বিবাহ অনুষ্ঠান  হলে তারা দলবেধে উপস্থিত হয় সেইবাড়ি।  সে খানেগিয়ে দশ থেকে বিশ হাজার টাকা দাবি করে থাকে। টাকা না দিলে  মেহমান আত্মীয় স্বজ দের উপস্থিতিতে বিভন্ন নোংরা ভাষা গাল মন্দ করে থাকে।ভদ্র মানুষ  এদের থেকে মুক্তি চায়।

 পায়েলের দল বৃহস্পতিবার সকালে   রীনার এলাকা বাকাল ইউনিয়নে গোবিন্দ মন্দির নামক  স্থনে যায়।  এসময় তাদের বাঁধা দেয় রিনা হিজড়ার দল। এনিয়ে দু-পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায় সংর্ঘষে উভয় পক্ষের রিনা হিজড়া, শাহীনুর, ফিরকী ও শাহনাজ হিজড়াসহ ৫জন আহত হয়েছে। এদের মধ্যে আহত চারজন হিজড়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পায়েল হিজড়া জানান, আগে ইউনিয়ন ভাগ করা থাকলেও ৫ আগস্টের পরে সেই ভাগ এখন আর কেউ মানে না। আমরা একটি অনুষ্ঠানে যাওয়ার পথে আমাদের সাথে থাকা বাদ্যযন্ত্র নিয়েযায এবং আমাদের মারধর করে রিনা হিজড়ার দল। 

রিনা হিজড়া জানান, বাকাল ইউনিয়ন আমার এরিয়া এখানে পায়েল হিজড়ার দল আমার এলাকায় আসায় তাদের সাথে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। 

এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, হিজড়াদের দুই পক্ষের মধ্যে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে। থানার এসআই সোহরাব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে