১৫০ গাড়িতে তল্লাশি

হাজীগঞ্জে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোষ্ট স্থাপন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৮ মে, ২০২৫, ০৬:৩৪ পিএম
হাজীগঞ্জে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোষ্ট স্থাপন

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোষ্ট স্থাপন করা হয়েছে। রোববার ১৮ মে ২০২৫ তারিখ সকাল দশটা থেকে দুপুর একটা  পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে মোট ১৫০টি যানবাহন তল্লাশি করা হয়। হেলমেট এবং লাইসেন্স না থাকার জন্য ১৫টি গাড়ী ও মোটরসাইকেল আরোহীর কাছ থেকে সর্বমোট ৪৫০০০ টাকা জরিমানা করা হয় এবং লাইসেন্স না থাকার জন্য ১২টি মোটরসাইকেল এবং ১টি পিকআপ জব্দ করে থানায় প্রেরণ করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।