ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ‘রোকিয়া’ হত্যা মামলার পলাতক আসামী স্বামী- স্ত্রীকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার গভীর রাতে এ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে ।
মামলার বিবরণে জানা যায়,গত ১ এপ্রিল দুপুরে উপজেলার ধরমন্ডল গ্রামে দু'দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের পলার (বর্ষা) আঘাতে গুরুতর আহত হয় মৃত রইছ আলীর স্ত্রী রোকেয়া বেগম (৬০)। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন রোকেয়া। নিহত রোকেয়ার ছেলে মো. সেলিম মিয়া বাদী হয়ে ৯ এপ্রিল নাসিরনগর থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন । গত শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি টিম অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের লস্করপুর রেল ক্রসিংয়ের সামনে থেকে এ হত্যা মামলার প্রধান আসামি স্বামী বদরুল মিয়া (৩০), স্ত্রী মাফিয়া বেগম (২৮) ও গিয়াস উদ্দিন (৩৫) কে গ্রেফতার করেছে। পরে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে ।নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. খাইরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।