মতলব উত্তরের জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা

মাহবুব আলম লাভলু, মতলব উত্তর,চাঁদপুর): : | প্রকাশ: ২৩ মে, ২০২৫, ০৫:০২ পিএম
মতলব উত্তরের জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা

চাঁদপুরের মতলব উত্তরের সাদুল্যাপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৩ মে-২০২৫) পাঠান বাজার ও বেলতলী বাজারে পথসভা করেছেন চাঁদপুর-০২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মদ আবদুল মোবিন।

উক্ত পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির, সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোঃ হুসাইন আহমেদ গাজী, সাদুল্লাপুর ইউনিয়ন জামাতে ইসলামীর সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ষাটনল ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মোঃ কাউছার আল মামুন, ষাটনল ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক মোঃ সালাউদ্দিন সহ নেতৃবৃন্দ।

এ সময় ডাঃ মোঃ আব্দুল মোবিন বলেন, জামায়াত ইসলামি একটি সুশৃঙ্খল দল।


আল্লাহর আইন ও রাসূল (স.) আদর্শিক কাজের মাধ্যমে দেশের মানুষের মুক্তির আন্দোলন করে। দেশে এখন শান্তি প্রতিষ্ঠার হাওয়া বইছে, এ হাওয়ায় যেন সবাই ঘুমিয়ে না পড়ি।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে