মেঘনায় জব্দকৃত গলদা রেণু অবমুক্ত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২৭ মে, ২০২৫, ০৪:০০ পিএম | প্রকাশ: ২৭ মে, ২০২৫, ০৪:০০ পিএম
মেঘনায় জব্দকৃত গলদা রেণু অবমুক্ত

মেঘনা নদীর জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন পয়েন্টে মৎস্য অধিদপ্তর ও মেহেন্দীগঞ্জ উপজেলা কোস্ট গার্ডের সদস্যরা মঙ্গলবার সকালে যৌথ অভিযান চালিয়ে পাঁচ ড্রাম গলদা রেণু পোনা ও জাল জব্দ করেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, ওইদিন দুপুরে জব্দকৃত রেণু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত রেণু পোনা ধরার জাল ও অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। তিনি আরও জানান, এরপূর্বে মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর নদীতে মৎস্য অধিদপ্তর ও হিজলা কোস্ট গার্ডের যৌথ অভিযানে একটি ট্রলারসহ অবৈধ পাই জাল জব্দ করা হয়। জাল পুড়িয়ে বিনষ্ট করা হলেও ট্রলারটি নিলামে বিক্রির জন্য রাখা হয়েছে।


আপনার জেলার সংবাদ পড়তে