জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী

গাবতলী পৌর বিএনপির উপলক্ষে প্রস্তুতিসভা

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) | প্রকাশ: ২৭ মে, ২০২৫, ০৭:৩৩ পিএম
গাবতলী পৌর বিএনপির উপলক্ষে প্রস্তুতিসভা

৩০মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ  বার্ষিকী  উদযাপন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে মঙ্গলবার (২৭মে) এক প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক গাবতলী থানা বিএনপির সদস্য, পৌরসভার সাবেক মেয়র মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপি'র গ্রাম সরকার বিষয়ক সম্পাদক গাবতলী পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টুর সঞ্চালনায়, সভায় পৌর বিএনপির সহ-সভাপতি আফসার আলী মিজু, ইস্কান্দার আলী ময়না, এটিএম মতিউর রহমান মতি ,আবু হাসনাত সাইন, আন্দিল গফুর শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল  ইসলাম,  খোরশেদ আলম জুয়েল সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ আকন্দ, শ্যামল তরফদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন বুলবুল, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, কোষাধক্ষ প্রভাষক হামিদুল হক শিলু।

জেলা যুবদলনেতা সাব্বির আহমেদ। পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন  যুবদলনেতা তাজুল ইসলাম, নিপুন, স্বেচ্ছাসেবক দলনেতা  দৌলত, ছাত্রদল নেতা আব্দুল গনি, রাহি, শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জুয়েল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষীকি উপলক্ষে পৌর বিএনপি বিভিন্ন কর্মসুচি গ্রহন করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে