মতলবে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২ জুন, ২০২৫, ০৯:২৭ পিএম | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৯:২৫ পিএম
মতলবে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

চাঁদপুরের  মতলব- কচুয়া সড়কের নিন্দপুর এলাকায় ২জুন সোমবার সকাল ৮ টায়  সড়ক দূর্ঘটনায় রিয়াদ(১৮) নামের এক  যুবক নিহত  হয়েছে। তার বাড়ি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামে। সে ওই গ্রামের মোল্লা বাড়ির কবির মোল্লার বড় ছেলে। 

এলাকাবাসী জানায়, আজ সোমবার সকাল ৮ টায় রিয়াদ তার বাড়ীর সামনে থেকে ইট বহনকারী একটি ট্রাকে উঠে তার বন্ধুদের সাথে। ট্রাকটির ড্রাইভার তার বন্ধু। ইটবহনকারী ট্রাকটি পাশ্ববর্তী কচুয়া উপজেলার নিন্দপুর ব্রীজ সংলগ্ন শিকদার চেয়ারম্যানের বাড়ী কাছের রাস্তায় এসে এক মহিলাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিলে পড়ে যায়। ড্রাইভারসহ দুই বন্ধু লাফ দিয়ে কোনমতে নিজেদের জীবন রক্ষা করতে পারলেও রিয়াদ ট্রাকের নিচে পরে ঘটনাস্থলেই মারা যায়।

 তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।

আপনার জেলার সংবাদ পড়তে