পোরশায় মোটরসাইকেল দূর্ঘটনায় অধ্যক্ষ মৃত্যু

এফএনএস (এম রইচ উদ্দিন, পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ৪ জুন, ২০২৫, ১২:২৭ পিএম
পোরশায় মোটরসাইকেল দূর্ঘটনায় অধ্যক্ষ মৃত্যু

নওগাঁর পোরশা ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ফিরোজ আহম্মেদ(৪৯) মোটরসাইকেল দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী........রাজিউন)। তিনি সাপাহার উপজেলার অনাথপুর গ্রামের ছপের আলীর ছেলে। জানাগেছে, ১ জুন উপজেলার শিশা থেকে মোটরসাইকেল যোগে সাপাহারে যাওয়ার সময় ভাগপাড়োল-ওড়নপুর রাস্তায় পড়ে থাকা গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় পতিত হয়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওই দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ৩ জুন মঙ্গলবার দিবাগত রাত ৮টায় তিনি ইন্তেকাল করেন। মৃতকালে তিনি বাবা, স্ত্রী ও দুই ছেলে, আত্নীয় স্বজন, সহকর্মী সহ অনেক গুন গ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় তার নিজ গ্রামে জানাজা শেষে তাকে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে পোরশা উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান, পোরশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালেকা পারভিন, গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে