মণিরামপর উপজেলার শ্যামকুড় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর একটার দিকে মনিরামপুর সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়। মণিরামপুর থানার নবাগত ওসি বাবলুর রহমান খান চেয়ারম্যান আলমগীরের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। যার মামলা নং -৮। তিনি আরও বলেন আটক চেয়ারম্যানকে আদালতে প্রেরণ করা হয়েছে।