বেনাপোলে বোমা হামলা চালিয়ে বিএনপি কর্মী হত্যার ঘটনায় মামলায় দু-জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ জুন) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- যশোর কোতোয়ালী থানার ছোট মেঘলা (চাঁচড়া) গ্রামের আতিয়ার রহমানের ছেলে আহসান কবির (৩১) ও বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে রিপন হোসেন (৩০)। পুলিশ জানায়, বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে ঈদের নামাজকে কেন্দ্র করে বিরোধের জেরে গত শনিবার ঈদের দিন রাতে সন্ত্রাসীদের বোমা হামলায় আব্দুল হাই (৫০) নামের এক বিএনপি কর্মী নিহতের ঘটনায় পোর্ট থানায় হত্যা মামলা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামি আহসান কবিরকে যশোর কোতোয়ালী ও রিপন হোসেনকে বেনাপোল এলাকা থেকে গ্রেপ্তার করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, আসামিদের প্রেপ্তারের পর যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।