ঝিকরগাছায় চাইনিজ কুড়ালসহ ৫ ইভটিজার আটক

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ১১ জুন, ২০২৫, ০৭:৩৩ পিএম
ঝিকরগাছায় চাইনিজ কুড়ালসহ ৫ ইভটিজার আটক

বুধবার বিকালে যশোরের ঝিকরগাছার ফুলের রাজ্য গদখালীর টাওরা এলাকা থেকে ১ চাইনিজ কুড়াল সহ ৫ ইভটিজারকে সেনাবাহিনী আটক করেছে। বিকালে  তাদেরকে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

এলাকাবাসী জানিয়েছেন, শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের রকিবুল তার বান্ধবীকে নিয়ে গদখালি ফুলের রাজ্যে বেড়াতে আসেন। বেড়ানোর এক পর্যায়ে টাওরা গ্রামের মোড়ে ৩ মোটরসাইকেল যোগে ৫ ইভটিজার রাকিবুল সহ তার বান্ধবীকে উত্যক্ত করে চাইনিজ কুড়াল দেখিয়ে চাঁদা দাবি করে। এ অবস্থা দেখে একজন পথচারী পেট্রোলরত সেনাবাহিনীর (২ বেঙ্গল) সদস্যদের  সাহায্য কামনা করেন। দ্রুত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল টাওরা গ্রামে পৌঁছান।

সেখান থেকে গদখালি ইউনিয়নের বারবাকপুর গ্রামের কিবরিয়া পারভেজের ছেলে নাঈম হোসেন (২১), মৃত অলিয়ার রহমানের ছেলে মেহেদী মোড়ল (২০), শেখ ফিরোজ হাসানের ছেলে শাওন হোসেন (২৫), কলিমুদ্দিনের ছেলে মেহেদী হাসান আশিক (২২) এবং বোধখানা গ্রামের এস এম সাঈদের ছেলে ওয়ালিদ (২০) কে আটক করে। সেনাবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেন।

ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্যরা তাদেরকে আটক করে ঝিকরগাছা থানায় খবর দেন। ঝিকরগাছা থানার পুলিশ ৫ ইভটিজার, ১ চাইনিজ কুড়ালসহ ঝিকরগাছা থানায় নিয়ে আসেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী ঘটনা সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে