বাউফলে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় বিএনপি সহ দপ্তর সম্পাদকের মতবিনিময়

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ১২ জুন, ২০২৫, ০৫:২৮ পিএম
বাউফলে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় বিএনপি সহ দপ্তর সম্পাদকের মতবিনিময়

পটুয়াখালীর বাউফলে সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী  মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় বিএনপি'র সহ দপ্তর সম্পাদক মুঃ মুনির হোসেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে বাউফল  প্রেসক্লাবের  বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে  বাউফল  প্রেস ক্লাব সভাপতি মোঃ জলিলুর রহমানের সভাপতিত্বে  সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপির কেন্দ্রীয়  কমিটির সহ-দপ্তর সম্পাদক  মু. মুনির  হোসেন বলেন, " আমি যদি এ আসন থেকে নমিনেশন পাই এবং এমপি হই, তাহলে কোন ঘুষ দুর্ণীতি করবোনা। কারো হক নষ্ট করবোনা। বাউফলের উন্নয়নে সর্বদা নিয়োজিত থাকবো। সকল ধর্মের দল বিএনপি, বিএনপি  কোন মানুষের সাথে অবিচার করেনা।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে  করে বলেন, আমি যখন ঢাবিতে পড়াশুনা করেছি, একটা হলের ভিপি ছিলাম তখন থেকে আমার সাংবাদিকদের সাথে সখ্যতা ছিল। আপনাদের সাথেও  আমার সখ্যতা থাকবে। আমি যদি এমপি হই তা হলে আপনাদের স্বাধীন লেখুনিতে বাধা দিবোনা। আমি দুর্নীতি  করলে আপনারা লিখবেন। আমি বাধা দিবোনা।

 সাংবাদিকদের  প্রশ্নের জবাবে বিএনপি নেতা মুনির হোসেন বলেন, জনগন দ্রুত নির্বাচন  চায়। আমরাও চাই। অন্তবর্তীকালিন সরকার চাইলে আগামী ডিসেম্বরের  মধ্যে  দেশে জাতীয় নির্বাচন  দিতে পারেন। 

 সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ম আহবায়ক আব্দুল গনি সিকদার, বাউফল পৌর বিএনপির সাধারণ সম্পাদক  এটিএম মিজানুর রহমান প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে