বাউফলে বিএনপির মানববন্ধন ও সমাবেশ

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : : | প্রকাশ: ১৩ জুন, ২০২৫, ০৬:০৫ পিএম
বাউফলে বিএনপির মানববন্ধন ও সমাবেশ

বিএনপির  ৪ নেতার উপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কালাইয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। শুক্রবার (১৩ জুন) সকাল ১০ টায় মধ্য কপুরকাঠি গ্রামে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘন্টা ব্যাপী মানববন্ধন  শেষে প্রতিবাদ সমাবেশ  বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম রিজভি, রিয়াজ হোসেন বাদশা, মো. জসিম উদ্দিন পঞ্চায়েত, মোয়াজ্জেম হোসেন বাদল, আতাহার উদ্দিন সিকদার।

উল্লেখ্য গত ৮ জুন রাতে ৯টার দিকে স্থানীয় হালিম, মোকলেসের নেতৃত্ব ৮-১০ জন লোক মধ্য কপুরকাঠি গ্রামে মোকলেস হাওলাদর বাড়ির সামনে জিয়া সৈনিক দলের সদস্য মো. আরিফ হাজি, একই দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আল আমিন সবুজ, কালাইয়া ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল আলম রিজভি ও ইউনিয়ন ছাত্র নেতা ঈমাম হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

এঘটনার পর থানায় এজাহার দাখিল করা হয়। কিন্তু ৫দিন অতিবাহিত হলেও পুলিশ কোন আইনগত ব্যবস্থা না নেয়ায় এ কর্মসূচি পালন করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে