চাঁদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ১৪ জুন, ২০২৫, ০৪:০৮ পিএম
চাঁদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

 চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাবুরহাট-মতলব পেন্নাই সড়কের বরদিয়া সরকার বাড়ীর সামনে বাস-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো  মুরাদ হোসেন (৩৫) নামের এক যুবক মারা গেছে। রোববার (১৪ জুন) সকাল ৯টায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ওই দিন সকালে বাবুরহাট থেকে ঢাকাগামী জৈনপুর এক্সপ্রেস উপজেলার বরদিয়া সরকার বাড়ীর সামনে এলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মোঃ মুরাদ হোসেন গুরুতর আহত হলে প্রথমে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মুন্সীরহাট এলাকায় অবস্থা আশংকাজনক দেখে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশরাফুল আলম লিমন তাকে মৃত ঘোষনা করেন। 

তার বাড়ী লক্ষীপুরের রায়পুর উপজেলার মধুপুর গ্রামে। সে স্ত্রী সন্তানকে ঢাকা নেয়ার জন্য গ্রামের বাড়ীতে যাচ্ছিলেন। সে অ্যাটর্নি জেনারেল অফিস সুপ্রিমকোর্টের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। সে দুই পুত্র সন্তানের জনক। 

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ জানান, দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহি মারা গেছেন। বাসটি আটক করা হলেও চালক পালিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে