পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। চন্দ্রদ্বীপ ইউনিয়নের কৃষক রহিম জোমাদ্দারের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। উপজেলার চন্দ্রদ্ববীপ ইউনিয়নের আ,স,ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, (১১ জুন) বিকেলে বাউফল উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের চর ওডেল গ্রামে জমিজমা নিয়ে কামাল হাওলাদার গংদের সাথে রহিম জোমাদ্দার গংদের সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রহিম জোমাদ্দার ও তার ছোট ছেলে হাসান জোমাদ্দারকে(২২) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টার দিকে রহিম জোমাদ্দার মারা যান। এ ঘটনা একটি মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টায় চন্দ্রদ্বীপ ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বড় ছেলে মহসিন, ছোট ছেলে হাসান ও চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল বেপারী। মানববন্ধনে অভিযোগ করা হয় হত্যাকাণ্ডের এক সপ্তাহ অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা হয়নি।