চাঁদপুরে বেদে নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ০৭:০৮ পিএম
চাঁদপুরে বেদে নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ

চাঁদপুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মৌলিক প্রশিক্ষণের সমাপনী এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন ২০২৫) বিকালে শহরের কোড়ালিয়া রোডস্থ সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর,চাঁদপুর 

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে এ আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বক্তব্যে বলেন, সমাজসেবা অসহায় মানুষসহ বিভিন্ন সম্প্রদায় নিয়ে কাজ করে। অসহায়দের সাহায্য করাই এই দপ্তরের কাজ। কিন্তু আজকে সমাজসেবা অধিদপ্তর চাঁদপুর বেদে সম্প্রদায়কে নিয়ে এমন একটি আয়োজন, সত্যিই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এর মাধ্যমে নতুন জীবনের স্বপ্ন দেখা এই মানুষগুলোর স্বপ্ন বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক উপস্থিত বেদে সম্প্রদায় জনগোষ্ঠীদের উদ্দেশ্যে বলেন, এখানে আপনাদের চেহারা দেখে মনেই হয় না, যে আপনারা বেদে সম্প্রদায়ের। তারমানে আপনারা নিজেদের নিয়ে চিন্তা করেন। কিভাবে নিজেদের বদলানো যায়, যে সে নিয়ে ভাবেন। আপনারা যদি নিজের জীবনমান পরিবর্তনের করতে না চান তাহলে কেউ জোর করে করতে পারবেনা।

তিনি আরো বলেন, আজকে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন কিন্তু সে প্রশিক্ষণ যদি কাজে না লাগান, তাহলে আপনারা আপনাদের পূর্বের অবস্থানে চলে যাবেন। আজকে সমাজসেবা আপনাদের একটা নতুন স্বপ্ন দেখিয়েছি। স্বপ্ন দেখার জন্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন দিয়েছে। এখন সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আপনাদের নিজের। আপনার জীবনের পরিবর্তনের ব্যাপারে আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আপনার আগ্রহ দেখেই  আমারা আপনাদের জন্যে কাজ করে যাবো। কিন্তু জোর করে আমরা আপনাদের কোন কিছু চাপিয়ে দিবো না। আপনাদের নিজের জিবনমান পরিবর্তনে নিজেদের ইচ্ছাশক্তিকে কাজে লাগাতে হবে। এসময় জেলা প্রশাসক, উপস্থিত নারী প্রশিক্ষণার্থীদের বাল্যবিবাহকে চিরতরে না বলার জন্যে বিশেষভাবে অনুরোধ করেন।


সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি পরিচালক বিল্লাল হোসেনের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো. মোশাররফ হোসাইন। এছাড়াও প্রশিক্ষণপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বেদে সম্প্রদায়ের প্রতিনিধি রোকেয়া বেগমসহ অন্যরা।

আলোচনা শেষে  প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।


সমাজসেবা কার্যালয়ের সূত্র জানায়, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৪৫ দিনব্যাপী ২০ জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যককে ১টি করে সেলাই মেশিন ও নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে