বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের ফলে দক্ষিণাঞ্চালের উপকূলীয় এলাকায়সহ সমুদ্র বেশ উত্তাল হয়ে উঠেছে। ফলে পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
বুধবার দিনভর বরিশাল জেলাজুড়ে থেমে থেমে কখনো মাঝারি ও হাল্কা বৃষ্টি হচ্ছে। আবহওয়া অধিদপ্তর চব্বিশ ঘন্টায় ৩৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আর এমন বৃষ্টি সামনে আরো দুই থেকে তিনদিন থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বরিশাল নদী বন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত থাকায় লঞ্চ চলাচল করছে। রাতের পর সকাল থেকে বৃষ্টি চলায় স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়েছে বরিশালের জনজীবনে। বিশেষ করে দিনমজুরদের কাজে ভাটা পরেছে। মাঝারি ও হাল্কা বৃষ্টির কারনে কীর্তনখোলা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। আর এতেই তলিয়ে গেছে বরিশাল নগরীর বেশ কিছু নিচু এলাকা।