উৎসবমুখর পরিবেশে চাঁদপুর পৌর বিএনপির উদ্যোগে ১ থেকে ১৫ নং পর্যন্ত পনেরোটি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০ টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত পৌর সভার প্রতিটি ওয়ার্ড এলাকা সফর করে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
অয়াড বিএনপির সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকগণের সঞ্চালনায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির আহবায়ক আক্তার হোসেন মাঝি। বিশেষ বক্তার বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাড.হারুনুর রশিদ।
জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহাবুবুর রহমান শাহিন, জেলা বিএনপির বর্তমান কমিটির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ডিএম শাহজাহান,সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, হাজী মোশারফ হোসাইন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আ. কাদির বেপারি, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশসহ জেলা যুবদল,মহিলা দল,শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন পৌর ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে সদস্য সংগ্রহ কর্মসূচি চলছে , এই কর্মসূচি আমাদের দলের চলমান প্রক্রিয়া। আমাদের প্রধান লক্ষ্য। সংগঠনকে আরও সুসংগঠিত করে আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম নবী আলমগীর বলেন, আমাদের একটি সদস্য ফরম ২০ টাকা কিন্তু আমরা যাকে তাকে দিতে পারি না। ত্যাগী সৎ লোকদের এই ফ্রম সংগ্রহ করার জন্য আহ্বান জানাই এই ফরমের সম্মান অমূল্য রতন। এই সদস্য ফরমে আপনারা যে নাম, মোবাইল নাম্বার ও আইডি কার্ডের নাম্বার দিয়েছেন। এখন থেকে সরাসরি আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমানের কাছে চলে গেছে তারঁ সাথে যোগাযোগ হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সরকারের যে সকল ভাতার সুযোগ-সুবিধা রয়েছে আপনারা ভাতা সমূহে অন্তর্ভুক্ত হয়ে সুবিধা পাবেন।