চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রী কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ২১ জুন, ২০২৫, ০৮:০১ পিএম
চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রী কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ ডিগ্রী কলেজের ২০২৫ সালের  এইচএসসি পরিক্ষাথীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে (২১ শে জুন ২০২৫) কলেজের গান্ধী ভবনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, এ কলেজটির আশেপাশের পরিবেশ খুব সুন্দর। এ কলেজে শিক্ষার্থীদের জন্য অনেক কিছুই রয়েছে। কলেজের শিক্ষার্থীরা যদি ভালো রেজাল্ট করতে পারে তাহলে কলেজের সুনাম বেড়ে যাবে।

তিনি আরো বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, এর কোনো বিকল্প নাই। শিক্ষার্থীরা যত বেশি শিক্ষিত হবে তত বেশি বালিয়ার উন্নয়ন হবে। তোমরা এই কলেজ থেকেই সুন্দরভাবে পাশ করলে তোমাদের জন্য রয়েছে চাঁদপুরে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,চাঁদপুুর   সরকারি কলেজ, চাঁদপুর মেডিকেল কলেজ। ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে চাঁদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ও হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরও বলেন, পরীক্ষার সময় যেন কেউ নকলের আশ্রয় না নেয়। যারা মেধাবী  শিক্ষাথী  তাহলে তারা ঝরে পড়বে। মনে রাখতে হবে বেসিক না জানা থাকলে উন্নতি করা যাবে না। 

কলেজ পরিচালনা পষদের সভাপতি ও চাঁদপুুর সদর উপজেলা নিবাহী কমকতা সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল ইসলাম। কোরআন তেলাওয়াত করেন পরিক্ষাথী ইয়াসিন মিয়াজী। 

কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুুর সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন,  সহকারী অধ্যাপক এ বি এম শাহআলম টিপু,পরিচালনা পরিষদের  সদস্য জহিরুল ইসলাম,  বিদায়ী শিক্ষাথী সীমা ইসলাম হ্যাপী, কলেজের অধ্যয়নরত শিক্ষাথী উম্মে জামিলা প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ সালাউদ্দিন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, জেলা বিএনপির  সাবেক ক্রীড়া সম্পাদক আজহার উদ্দিন, জেদ্দা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক   জয়নাল আবেদীন, সাবেক কলেজ পরিচালনা পরিষদের সদস্য হাফিজুর রহমান ঢালী সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে