পটুয়াখালীর কলাপাড়ায় শিশুদের ভবিষ্যত সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “লাইফ স্কিলস বেইসড এডুকেশন”বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তন মিলনায়তনে আভাস'র কমিউনিটি এ্যাকসেসিং টু সিসটেমস ফর রিজিলিয়েন্স (সিএএসআর) প্রকল্প এ প্রশিক্ষণের আয়োজন করে।
আভাস কলাপাড়ার প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন। সিএএসআর প্রকল্পের প্রজেক্ট অফিসার রুবি আক্তারের সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কর্ডএইড কর্মকর্তা মনিরুজ্জামান। প্রশিক্ষণ কর্মশালায় কলাপাড়ার চম্পাপুর, লালুয়া ও ডালবুগঞ্জ ইউনিয়নের স্কুল পড়ুয়া ৩০ ছাত্রী অংশ নেয়।
আয়োজকরা বলেন, শিশুদের জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা নিয়ে সচেতনতা বৃদ্ধি তাদের কৈশোর থেকে স্কিল উন্নতি প্রয়োজন। পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম ও ডিজিটাল প্লাটফর্ম এ অংশগ্রহণের মাধ্যমে শিশুদের শেখার সুযোগ তৈরি করা ও মানসিক বিকাশে সহযোগিতার জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।