কচুয়ায় বসতঘরে ঢ়ুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৫, ০৩:০৩ পিএম
কচুয়ায় বসতঘরে ঢ়ুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

চাঁদপুরের কচুয়া উপজেলায় বসতঘরে ঢ়ুকে বৃদ্ধা মমতাজ বেগম (৬৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ জুন ২০২৫) দিবাগত রাতে উপজেলার ১১ নং গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়ীতে এই হত্যাকাণ্ডের  ঘটনা ঘটে। বৃদ্ধা মমতাজ বেগম চাপাতলী গ্রামের বাচ্চু কোম্পানির স্ত্রী। পুলিশের প্রাথমিক ধারণা এটি পরিকল্পিত ঘটনা। প্রথমে ডাকাতির ঘটনা বলা হলেও ওই বসতঘর থেকে তেমন কিছু খোয়া যায়নি।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, রাতে বসতঘরে একা ছিলেন বৃদ্ধা। তার ছেলে সোহেল প্রধানিয়া বাসায় এসে তার মাকে খুঁজে পায়নি। বাসার দরজা খোলা ও বসতঘরের কক্ষগুলো রক্তাক্ত ছিল। পরে রাতে খোাঁজাখোঁজির পর রান্নাঘরের পাশে পাতার স্তুপে ঢেকে রাখা মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল।

স্থানীয় বাসিন্দা মিলন বলেন, ঘরে একটি বটি দা রক্তাক্ত ছিল। প্রতিটি কক্ষে ও বাহিরে রক্ত পড়ে ছিল। তিনি বাসায় একা ছিলেন। বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে।

কচুয়া থানা অফিসার ইনচার্জ মো.আজিজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ নিয়ে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা হবে। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যা কান্ড।

আপনার জেলার সংবাদ পড়তে