সংঘরাজ ভিক্ষুমন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের শপথ গ্রহন ও অভিষেক

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৫, ০৬:৫৫ পিএম
সংঘরাজ ভিক্ষুমন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের শপথ গ্রহন ও অভিষেক

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠান আজ শুক্রবার (২৭ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্বশান্তি প্যাগোডায় বেলা দুই টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আশীর্বাদক থাকবেন বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়  গুরু একুশে পদক প্রাপ্ত, ত্রয়োদশ  সংঘরাজ ড, জ্ঞানশ্রী মহাথেরো, উপ- সংঘরাজদ্বয় যথাক্রমে বিচিত্র ধর্ম কথিক ধর্মপ্রিয় মহাথেরো ও সদ্ধর্মবিধি  প্রিয়দর্শী মহাথেরো। প্রধান জ্ঞাতি থাকবেন ,প্রিয়ানন্দ মহাথেরো,সভাপতি

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা।বিশেষ জ্ঞাতি থাকবেন ধর্মসারথী,শাসনানন্দ মহাথেরো,প্রাক্তন  সভাপতি,সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংঘরাজ ভিক্ষু মন্ডলের সভাপতি ধর্মদূত,জিনালংকার মহাথেরো।

আপনার জেলার সংবাদ পড়তে