সাপের কামড়ে মেয়ের মৃত্যু, মা আহত

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৫, ০৭:৩১ পিএম
সাপের কামড়ে মেয়ের মৃত্যু, মা আহত

বৃহস্পতিবার যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া মাঠপাড়া গ্রামে বিষধর  সাপের কামড়ে মা মেয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর মেয়ে সুমাইয়া খাতুন (১১) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ওই গ্রামের ইমদাদুল হকের মেয়ে। বিষধর সাপটি মেরে ফেলা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে বাঁকড়া মাঠপাড়া গ্রামের ইমদাদুল হকের স্ত্রী খাদিজা খাতুন (৩২) এবং তার মেয়ে সুমাইয়া খাতুন (১১)  নিজ ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিলেন। রাতে মা এবং মেয়েকে বিষধর সাপে কামড়ালে ওই রাতেই যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া খাতুন (১১) সকালে মারা যান এবং মা খাদিজা খাতুন (৩২) যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে