চাঁদপুরের কচুয়ায় যৌথবাহিনীর অভিযানে ২ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ জুন ২০২৫) দুপুরে উপজেলার কালচোঁ ভূঁইয়া বাড়ীর মহিন উদ্দিনের বসতঘর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কচুয়া উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে মো. মহিন উদ্দিন (৩৫) ও কক্সবাজারের টেকনাফ থানার আব্দুর রশিদের ছেলে মো. সেলিম (৪০)। সে বর্তমানে কচুয়ার ডুমুরিয়া এলাকায় বসবাস করছেন। বিকালে যৌথবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলার পূর্ব কালচোঁ ভূঁইয়া বাড়িতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনির উপস্থিতিতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।এ সময় দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের সাথে থাকা ২ হাজার ৯৫০স ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করতে নিকটবর্তী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি বলেন, যৌথ বাহিনীর অভিযানে তাদের আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর আঞ্চলিক শাখার কর্মকর্তা মো. তাজুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবেন।