মধুপুরে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রি, আটক ১

এফএনএস ( টাঙ্গাইল ) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৫, ০৬:২৮ পিএম
মধুপুরে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রি, আটক ১

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনের ভেতর রাতের আঁধারে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির অভিযোগে কসাই আজাদ আজাদ আলী আকন্দ(৬০) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি মাংস কাটার কসাই বলে জানিয়েছে অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন। 

জানা যায়, বৃহস্পতিবার(২৬ জুন) গভীর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মধুপুর বনাঞ্চলের মোনারবাইদ (শেওড়াতলা) নামক স্থানে জঙ্গলের ভেতরে এমন ঘটনা ঘটেছে। বনের ভেতরে রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘোড়া জবাই করে মাংস বানাচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৭টি জীবিত ঘোড়া, জবাই করা মাংস, বরফ সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। 

মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইনের নেতৃত্বে পুলিশ রাতভর অভিযান চালিয়ে দুর্বৃত্তদের অপকর্ম পন্ড করে দিয়েছে।

অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বনের ভেতরে অভিযান চালিয়ে মোনারতলা নামক স্থানে জীবিত ঘোড়াসহ এ চক্রের একজনকে হাতে নাতে আটক করে। আটককৃত ব্যক্তির নাম আজাদ আলী আকন্দ। তিনি জামালপুর সদরের দড়ি পাড়া গ্রামের মৃত জবর আলীর ছেলে।

তিনি জানান, একটি চক্র ঘোড়া জবাই করে গরুর মাংস বলে চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ঘোড়া চুরি করে আনতেন। ওইদিন তিনটি ঘোড়া জবাই করা হয়। বাকি সাতটি ঘোড়া বনের গাছের সাথে বাঁধা ছিল। সেগুলো উদ্ধার করা হয়েছে। একজন কসাইকে আটক করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে ভাড়া করে এনেছিল। একজন গডফাদারের নাম জানা গেছে। তার নাম এজাহারে দেওয়া হয়েছে।

তিনি জানান, এ বিষয়ে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ৭টি জীবিত ঘোড়া, তিনটি জবাই করা ঘোড়া, জবাই করার অস্ত্র, সরঞ্জামাদি, মাংস সংরক্ষণ উপাদান বরফ, লবণ জব্দ করা হয়েছে। 

মধুপুর থানার ওসি তদন্ত রাসেল আহমেদ জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে