চট্টগ্রামের হাটহাজারীতে প্রান্তিক কৃষকের মধ্যে গাছের চারা বিতরণ করছেন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর। গত সোমবার উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এই চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন সিকদার। এই ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও নাঙ্গল মোড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক লায়ন সালাউদ্দীন আলী।চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক এস এম মোদাচ্ছের শাহ,ছিপাতলি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন প্রমুখ। বিতরণ করা গাছের মধ্যে রয়েছে উন্নতমানের কলম করা আম, মালটা, পেয়ারা ও কাঠালের জাত।
উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার বলেন পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনের মধ্যে গাছের চারা বিতরণ করা হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের এ মহতী উদ্যোগে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।