উত্তরাঞ্চলের মধ্যে পেঁয়াজ ভাণ্ডার হিসেবে খ্যাত পাবনার সুজানগরের হাট-বাজারে দফায়, দফায় পেঁয়াজের বাজারে ধস নেমেছে। গত ১০/১৫দিনের ব্যবধানে উপজেলার হাট-বাজারে তিন দফা পেঁয়াজের বাজারে ধস নামলো। এতে পেঁয়াজ চাষীরা হতাশ হয়ে পড়েছেন।
উপজেলার মানিকহাট গ্রামের পেঁয়াজ চাষী মোমিন খান বলেন অন্যান্য বছর আষাঢ় মাসে পেঁয়াজের দাম কিছুটা হলেও বৃদ্ধি পায়। কিন্তু এ বছর চলতি আষাঢ় মাসে পেঁয়াজের বাজারে দফায় দফায় ধস নামছে। উপজেলার খয়রান গ্রামের পেঁয়াজ চাষী ময়েন উদ্দিন বলেন গত ১০/১৫ দিন আগেও উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতিমণ পেঁয়াজ ১৮‘শ থেকে ২হাজার টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু ১০/১৫ দিনের ব্যবধানে তিন দফা দাম কমে বর্তমানে প্রতিমণ পেঁয়াজ মাত্র ১৫‘শ থেকে ১৬‘শ দরে বিক্রি হচ্ছে। উপজেলার দুর্গাপুর গ্রামের পেঁয়াজ চাষী মোঃ কামরুজ্জামান বলেন এ বছর প্রতিমণ পেঁয়াজ আবাদ করতে সার, বীজ এবং শ্রমিকসহ উৎপাদন খরচ হয়েছে ১৫‘শ থেকে ১৬‘শ টাকা। অথচ বর্তমানে হাট-বাজারে প্রতিমণ পেঁয়াজ বিক্রিও হচ্ছে ১৫‘শ থেকে ১৬‘শ টাকা দরে। ফলে পেঁয়াজের বর্তমান এ বাজারে উপজেলার কৃষকেরা পেঁয়াজ আবাদে আগ্রহ হারাচ্ছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারুক হোসেন চৌধুরী বলেন চাহিদার তুলনায় হাট-বাজারে পেঁয়াজের সরবরাহ সরবরাহ বেশি। সেকারণে দাম কম।