গোপালপুরে ফ্রি চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৫, ০৩:৪২ পিএম
গোপালপুরে ফ্রি চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নারুচী গ্রামে শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

রোববার, ৬ জুলাই দিনব্যাপী এই ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চোখের ছানি পড়া ছাড়াও অন্যান্য বিভিন্ন চক্ষু সমস্যায় ভোগা রোগীদের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ছানি পড়া রোগীদের উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে ইসলামিয়া ডিজিটাল আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টারে ক্যালকাস লেন্সের মাধ্যমে অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে।

এই মানবিক উদ্যোগের আয়োজক ছিলেন মীর নাজমুল হক জামিল, যিনি হেমনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সোনালী লাইফ ইন্স্যুেরন্স কোম্পানি লিমিটেড, টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক।

ক্যাম্পে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। আয়োজক ও সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠান ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে