চাঁদপুর যৌথ বাহিনী কর্তৃক ফরিদগঞ্জ গুপ্টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পুনরায় চালু করা হয়েছে। ০৮ জুলাই ২০২৫ তারিখ দুপুর ২:৪৫ মিনিটের সময় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে বন্ধ হয়ে থাকা সরকারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পুনরায় চালুর লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ নং গুপ্টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি স্থানীয় কিছু দুস্কৃতিকারীর দ্বারা তালাবন্ধ অবস্থায় পাওয়া যায়, যা জনস্বাস্থ্যসেবার ক্ষেত্রে চরম বাধা সৃষ্টি করছিল। অবস্থার গুরুত্ব বিবেচনায় যৌথ বাহিনী ও ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উপস্থিতিতে অবৈধ তালা অপসারণ করে এবং স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় জনগনের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়। পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চালু রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।