গোমস্তাপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০৭:৪০ পিএম
গোমস্তাপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঘাস কেটে বাড়ি ফেরার পথে সাপের কামড়ে ভিম দাস (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ভিম দাস ওই ইউনিয়েনর সন্তেষপুর গ্রামের বাসিন্দা আনন্দ ঘোষের ছেলে। 

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ভিমদাস ঘাস কাটার জন্য বাড়ি থেকে বেড়িয়ে যান। বিকেল চারটার পর কোন এক সময় দিয়াড় এলাকায় ঘাস কেটে বাড়ি ফেরার পথে বিষাক্ত সাপে তাকে দংশন করে। পরে তার আত্মচিৎকারে স্থানীয় ও পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে