মানবসেবার অসাধারণ চিত্র দেখা গেল শনিবার সকালে সীতাকুণ্ডের এল কে সিদ্দিকী স্কয়ারে। ৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রি চিকিৎসা সেবা প্রদান করলেন প্রায় ২ হাজার দুস্থ ও হতদরিদ্র রোগীকে। চিকিৎসা সেবা পেয়ে এসব মানুষের চোখে-মুখে ছিল এক ধরনের আশার আলো। মানবতার সেবার এই চিকিৎসা ক্যাম্প ডাক্তার আর রোগীদের মিলন মেলায় পরিণত হয়েছে। এই মহতী উদ্যোগের পৃষ্ঠপোষকতায় ছিলেন, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ।
সকাল ১০টায় ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন শেষে আসলাম চৌধুরী শুধু অতিথির আসনে বসে থাকেননি, ঘুরে ঘুরে দেখেছেন প্রতিটি চিকিৎসা কক্ষ, কথা বলেছেন রোগীদের সঙ্গে। তিনি বলেছেন, এটি কোন রাজনৈতিক সভা নয়, এটি মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়ানোর বাস্তব দৃষ্টান্ত।
চিকিৎসা ক্যাম্পে কাজ করেছেন চট্টগ্রাম শহরের নামকরা হাসপাতাল ও মেডিকেল কলেজ থেকে আসা ৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক। এখানে রোগ অনুযায়ী ভাগ করা ছিল চিকিৎসা সেবা-হৃদরোগ, ডায়াবেটিস, শিশু, চর্ম, অর্থপেডিক্স, গ্যাস্ট্রো, ইউরোলজি, নিউরো, নাক-কান-গলা, কিডনি রোগসহ প্রায় ১৫টি বিভাগে ছিল আলাদা ব্যবস্থাপনা।
আয়োজকদের দেওয়া তথ্যমতে, প্রাথমিক রেজিস্ট্রেশন করেছেন প্রায় ১৫ শত রোগী, এছাড়া আরও কয়েকশ’ মানুষ ক্যাম্পে সরাসরি এসে চিকিৎসা নিয়েছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত ভিড় ছিল চোখে পড়ার মতো, তবুও সুশৃঙ্খলভাবে সেবা নিয়েছেন সবাই।
চিকিৎসকদের অনেকে জানান, আয়োজনে পেশাদারিত্ব ছিল, রোগীদের প্রতি সম্মান ছিল। রোগীরাও সন্তুষ্ট, কারণ তারা শুধু চিকিৎসা নয়, পেয়েছেন সহানুভূতিও।
আসলাম চৌধুরী বলেন, জনগণের পাশে থাকাই আমার দায়িত্ব। রাজনীতি তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের সেবায় রূপ নেয়। আমি চাই, এ রকম আয়োজন নিয়মিত হোক। আগামীতে সৈয়দপুর ইউনিয়নে এবং পরবর্তীতে উপজেলার প্রতিটি ইউনিয়নের বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে এলাকার দুস্থ ও হতদরিদ্র মানুষের ফ্রি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এই সময় তিনি সীতাকুণ্ডবাসীর সেবায় তার জীবনটা উৎসর্গ করারও ঘোষণা দিয়েছেন।