টাঙ্গাইলের ছিলিমপুরে সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রস্তুতিমূলক সভা

এফএনএস ( টাঙ্গাইল ) : | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৫, ০৬:৩৯ পিএম
টাঙ্গাইলের ছিলিমপুরে সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রস্তুতিমূলক সভা

টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৩  জুলাই) বিকেলে সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের হোসনে আরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছিলিমপুর ইউনিয়ন মহিলাদল আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন যুবদল সভাপতি নাদিম মাহমুদ এর সভাপতিত্বে 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মহিলা দলের ‍ সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম। বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন প্রমুখ।  এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলনেত্রী রহিমা বেগম, শাহনাজ পারভিন, সোনিয়া হামজা, নাসরিন আজাদ, হাওয়া বেগম, রওশনারা বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দরা। আলোচনা সভা শেষে ছিলিমপুর ইউনিয়নের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সুলতান সালাউদ্দিন টুকুর জন্য ধানের শীষের ভোট প্রার্থনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে