বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়ন সংসদের অভিষেক ও শপথানুষ্ঠার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এনায়েতপুর ব্রজধাম আশ্রম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিমল কান্তি মজুমদার। অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী। এতে আশীর্বাদক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডাঃ রঞ্জিত কান্তি দাস। উদ্বোধক ছিলেন প্রধান পৃষ্ঠপোষক সৃজন পাল। প্রধান অতিথি ছিলেন অমৃত লাল দে। মহান অতিথি ছিলেন লায়ন শুভাশিস চৌধুরী ,আলোকিত অতিথি ছিলেন বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সম্মানিত নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন ইউনিয়ন সমন্বয়ক বৃন্দ বাগীশিক ধলই ইউনিয়ন সংসদের সম্মানিত উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মণ্ডলী, বাগীশিক ধলই ইউনিয়ন সংসদের আওতাধীন সকল গীতা ও নৈতিক শিক্ষালয় পরিচালনা পরিষদ এর সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং বাগীশিক ধলই ইউনিয়ন সংসদের সম্মানিত কর্মকর্তাবৃন্দ। প্রসংগত বাগীশিক ধলই ইউনিয়ন সংসদের আওতায় ১১টি গীতাস্কুল বর্তমানে সবকটি গীতাস্কুল চলমান রয়েছে।
অনুষ্ঠানে প্রয়াত শ্রীমৎ বিনোদ বিহারী বৈষ্ণব এর স্মৃতি স্মরণে গীতা ও নৈতিক লিখিত প্রতিযোগিতা অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।