বাউফলে জাল টাকা সহ যুবক গ্রেপ্তার

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০১:৪৫ পিএম
বাউফলে জাল টাকা সহ  যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে জাল টাকা সহ পলাশ হাওলাদার  (২৫) নামে এক যুবককে গ্রাপ্তার করা হয়েছে। পলাশ পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল হক হাওলাদারের ছেলে। বুধবার রাতে  বাউফল পৌশহরের ৮ নং ওয়ার্ডের মহিলা কলেজ রোড এলাকা থেকে ৩৯ হাজার জাল টাকার নোট সহ পলাশকে গ্রেফতার করে বাউফল থানা  পুলিশ। 

সূত্র জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে এস আই মুরাদের নেতৃত্বে  সহযোগী পুলিশের সহযোগিতায় পলাশ হাওলাদার  কে গ্রেফতার করা হয়। 

বাউফল থানার ওসি তদন্ত আতিকুর রহমান জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত পলাশকে পটুয়াখালী কোটে প্রেরণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে