বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এর ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী যশোরের অভয়নগর উপজেলার শাখার আয়োজনে পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে বাজুস উপজেলা শাখার আয়োজনে কেক কেটে দিনটির শুভ উদ্বোধন করেন। পরে এক বর্ণাঢ্য র্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করেন। র্যালি শেষে উপজেলা শাখার কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ সভাপতিত্ব করেন বাজুস অভয়নগর উপজেলা শাখার সভাপতি সুশীল কুমার দাস ঝন্টু। সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বাজুস উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন , বাজুস উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার মুস্তাফা, যুগ্ম সম্পাদক গৌতম বিশ্বাস, কোষাধাক্ষ সুজিত হালদার ,দপ্তর সম্পাদক দেবাশীষ ভদ্র, নির্বাহী সদস্য নিজাম উদ্দিন সরদার, প্রদীপ দাস সহ নোয়াপাড়া বাজারের সকল জুয়েলারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।