রাতেই সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালসকে হারিয়ে চলতি গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের ফাইনাল নিশ্চিত করেছিল নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স। গতকাল বৃহস্পতিবার সকালে শিরোপা নির্ধারণী ম্যাচের প্রতিপক্ষও পেয়ে গেল সোহানরা। হোবার্ট হ্যারিকেন্সকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আগে ব্যাট করে ১৬.১ ওভারে ১২৫ রানের অলআউট হয় হোবার্ট। গায়ানার হয়ে গুদাকেশ মতি ৩ আর মঈন আলি ও ইমরান তাহির ২টি করে উইকেট নেন। ১২৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুতে ধীরস্থির ব্যাটিং করে গায়ানা। ৯ ওভারের খেলা শেষে স্বাগতিক দলটির রান ছিল ৩ উইকেটে মাত্র ৪৩। এরপর ১০তম ওভারে শিমরন হেটমায়ারের তাণ্ডবে সবকিছু লন্ডভন্ড হয়ে যায় হোবার্টের। অর্থোডক্স স্পিনার ফাবিয়ান অ্যালেনের করা ওই ওভারে ৫টি ছক্কা হাঁকান ক্যারিবীয় ব্যাটার। বাকি ১ বল থেকে নেন দৌড়ে ২ রান। মোট ৩২ রান আসে ওই ওভার থেকে। এতেই ম্যাচ সম্পূর্ণ গায়ানার নিয়ন্ত্রণে চলে যায়। অবশেষে ১৬.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা। ১০ বলে ৩৯ রান করেন হেটমায়ার। এছাড়া মঈন আলি করেন ৩৬ বলে ৩০ রান। টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সকাল ৫টায় শুরু হবে।