জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি উপলক্ষে

মণিরামপুরে চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০৮:১১ পিএম
মণিরামপুরে চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের রং তুলিতে উঠে এসেছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি। এই স্মৃতি চির অমর করতে যশোরের মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাংকন ও গ্রাফিতি অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মণিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ জানান, প্রতিযোগিতায় উপজেলার কলেজ, স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীরা অংশ নেয়। এরমধ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় ৫টি কলেজ ও ৪৩টি স্কুল-মাদ্রাসার এবং গ্রাফিতি প্রতিযোগিতায় ৩টি কলেজ ও ৮টি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষনায় গ্রাফিতি’তে কলেজ পর্যায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজ, মণিরামপুর সরকারি কলেজ ও রাজগঞ্জ ডিগ্রী কলেজ।

অপরদিকে চিত্রাংকনে কলেজ পর্যায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের তিন শিক্ষার্থী অণ্বেষা ব্যানার্জী, সানজিদা কাবীর ও মালিহা মেহনাজ এবং স্কুল-মাদ্রসা পর্যায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নওরীন আক্তার নীপু, মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের মরিয়ম হাসান ও খাজুরা কাঠালতরা বিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়রা খাতুন। 

এর আগে প্রতিযোগিতা স্থল পরিদর্শন করেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না ও এ্যাসিল্যান্ড নিয়াজ মাখদুম। এদিন সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত এ প্রতিযোগিতা চলে।

আপনার জেলার সংবাদ পড়তে