টাঙ্গাইলে

আ’লীগ নেতা ও সমবায় ব্যাংকের সভাপতির বিচার দাবি

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ০৬:৩৮ পিএম
আ’লীগ নেতা ও সমবায় ব্যাংকের সভাপতির বিচার দাবি

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি কুদরত ই এলাহী কে গ্রেপ্তার ও বিচারের দাবিতে  সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ীরা শনিবার (১৯ জুলাই)  দুপুরে টাঙ্গাইল সমবায় সুপার মার্কেটের ব্যবসায়ীরা এই সংবাদ  সম্মেলন করে। 

এতে  লিখিত বক্তব্যে টাঙ্গাইল সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির আহবায়ক রাহেলা জাকির অভিযোগ করে বলেন, সারা দেশের মতো টাঙ্গাইল সমবায় ব্যাংকের সভাপতি পদ দখল করে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুদরত ই ইলাহী কোটি কোটি টাকা আত্মসাৎ করে ব্যাংকটিকে ধ্বংস করে দিয়েছেন। একই সাথে ব্যাংকের সমবায় সুপার মার্কেটের উন্নয়নের নাম করে মার্কেটটি ভেঙ্গে গুড়িয়ে দেয়। সেখানে দশ তলা মার্কেট নির্মাণের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতে নেন তিনি। মার্কেটের দোকান হারিয়ে ব্যবসায়ীদের অনেকেই আজ পথে বসেছেন। ইতিমধ্যে অন্তত ৩০ জন দোকান মালিক মানবেতর জীবন যাপন করে মৃত্যু বরণ করেছেন। এসব অপকর্মের ঘটনায় দুর্নীতিবাজ কুদরত ই এলাহীর নামে দুর্নীতি কমিশন জেলা কার্যালয়ে ৫টি অভিযোগ  দেওয়া হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে