মারা গেলেন সড়ক দুর্ঘটনায় আহত শার্শার সাবেক ইউপি চেয়ারম্যান

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ০২:৩২ পিএম
মারা গেলেন সড়ক দুর্ঘটনায় আহত শার্শার সাবেক ইউপি চেয়ারম্যান

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১১ দিন পর হাসপাতালে মারা গেছেন যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫৩)। শনিবার (১৯ জুলাই) রাত ১১ টার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবুল কালাম আজাদ শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি চাঁন্দুড়িয়ার ঘোপ গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম সুলতান আহম্মেদের ছেলে। আবুল কালাম আজাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার বড় ছেলে তাহমীদ ঈষাদ দীপ্ত।

দীপ্ত জানান,তার পিতা গত ৮ জুলাই ঢাকায় মোটরসাইকেল যোগে বাড্ডা থেকে মিরপুর যাওয়ার পথে চীনমৈত্রী সন্মেলন কেন্দ্রের সামনে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করলে সেখানকার ডাক্তাররা ওই দিন তার মাথায় অস্ত্রোপচার করেন। পরে ১১ দিন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার রাতে তিনি মারা যান। সাবেক জনপ্রতিনিধি আবুল কালাম আজাদ  মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে